ড. মোঃ জাহাঙ্গীর আলম ১১ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. তারিখ উত্তরের শিক্ষানগরী রংপুর জেলায় প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ১০ মার্চ ২০২০ হতে ০৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত বরেন্দ্র এলাকায় তুলা ফসলের উপর গবেষণা করেছেন।
ড. মোঃ জাহাঙ্গীর আলম পিএসসির মাধ্যমে গেজেটেড অফিসার নন-ক্যাডার হিসাবে ২০০৬ সালের ০৭ ডিসেম্বর তুলা উন্নয়ন কর্মকর্তা হিসাবে প্রথান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, খাগড়াছড়িতে যোগদান করার মাধ্যমে চাকরিজীবন শুরু করেন। এরপর তিনি প্রথান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কুষ্টিয়া জোনের গাংনী উপজেলায় তুলা উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি তুলা গবেষণা খামার. শ্রীপুর. গাজীপুরে গবেষক হিসাবে ২০০৮ থেকে ২০১১ সালে ২৫ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রথান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, রাজশাহীতে একজন দক্ষ ও দায়িত্ববান কর্মকর্তা হিসাবে সফলতার প্রমাণ রাখেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগ থেকে ২০২১ সালে পিএইচডি এবং ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পটুয়াখালী কৃষি কলেজ থেকে ২০০১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বোর্ডের অধীন সিরাজগঞ্জ সরকারী কলেজ হতে এইচ.এস.সি ও পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এস.এস.এসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া তিনি চাকরিজীবনে তুরস্ক হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ড. মোঃ জাহাঙ্গীর আলম গবেষণায়ও কৃতিত্বের ছাপ রেখেছেন। চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন জার্নালে গবেষণাপত্র প্রকাশ করে থাকেন। তার একটি উল্লেখযোগ্য গবেষণাপত্র হলো “Detopping reduces field duration of cotton while increases the yield and quality of cotton fiber”।
ড. মোঃ জাহাঙ্গীর আলম সিরাজঞ্জ জেলার উল্লাপড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস